• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রিজভীর

   ১৭ জুন ২০২৫, ০৫:২১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

ফেসবুকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গত ১৫ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত।’

ওই প্রেস বিজ্ঞপ্তি বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি, এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া বলে জানান রুহুল কবির রিজভী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে শামসুল
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান
স্বাধীনতার ৫৪ বছরে এসেও গণতন্ত্র খুঁজে ফিরি: মঈন খান